রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শিবগঞ্জ পৌর ও উপজেলার শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল ফারুক কুইক, সদস্য সচিব জানিবুল হক জোসি, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজু, শিবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কেতাব উদ্দিন, সদস্য সচিব আবদুর রহমান খোকা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান ও সাবেক যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষারসহ অন্যরা।
মিছিলে উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলে নেতারা, গোপালগঞ্জে এসএম জিলানীর গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদ জানান ও শাস্তির দাবি জানান।