মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি চালক শাহীন(২৪) নিহত হয়েছে।নিহত শাহীন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর গ্রামের তাসিক উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষ দর্শী ও নিহতের আত্মীয় বাবুল উদ্দিন জানান,শুক্রবার সকাল সাড়ে ৪টার দিকে শাহীন ভুটভুটি যোগে মনাকষা ঈদগাহ মোড় থেকে কাড়ি ক্রয়ের উদ্দেশ্যে রহনপুর যাবার পথে বিপরীত দিক থেকে বালু ভর্তি একটি কাঁকড়ার সাথে মুখোমুখি সংঘর্ষে ভুটভুটি চালক শাহীন গুরতর আহত হয়।
এ সময় স্থানীয়রা উদ্ধার করে এবং তার আত্মীয়রা চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যাবার পথে তিনি মারা যান। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুবায়ের হোসেন বলেন,ঘটনাটি শুনেছি।তবে কোন অভিযোগ পাইনি।