শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন

আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাজির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের মৃত ফরজন আলির ছেলে নাজির (৬৫) গত বুধবার বিকালে উপজেলার রানীনগর হঠাৎপাড়া গ্রামে সাহাপাড়াগামী একটি অটো তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি রাত ৯টার দিকে মারা যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত ছাড়াই নাজিরের লাশ দাফন করা হয়েছে বলে এলাকাবাসী ও নিহতের পরিবার জানান। অটোর চালক একই গ্রামের মইন উদ্দিনের ছেলে মিজানুরের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি। তবে মিজানুরের পিতা মইন উদ্দিন জানান, কোন দুর্ঘটনা ঘটে নি। নাজির স্ট্রোক করে মারা গেছে। এদিকে নাজিরের ছেলে কামাল এ ব্যাপারে কথা বলতে রাজি হন নি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি রমজান আলি জানান, আমাদের কাছে কোন অভিযোগ আসে নি। অভিযোগ আসলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ