সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস ও শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত শরিফুল ইসলাম (৩২) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক জাফর ইকবাল জানান, পিরোজপুর তোহাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন শরিফুল ইসলাম তার সহযোগী রফিকুল ইসলামকে নিয়ে গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ দিকে মোটরসাইকেলযোগে সোনামসজিদ স্থল বন্দরের দিকে যাচ্ছিলেন। তারা মুসলিমপুর পুলিশ বক্সের সামনে পৌঁছালে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শরিফুল ইসলামসহ রফিকুল গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনার পথে শফিকুল মারা যান। আহত রফিকুলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।