শিবগঞ্জে হঠাৎ বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় আমের ক্ষতির আশঙ্কা

আপডেট: মার্চ ১২, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে এক ফসলা বৃষ্টি ও গত চারদিন থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করায় আমের ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কৃষি দফতর।
আম বাগান মালিকরা জানিয়েছেন, ফাল্গুন মাসের এই আবহাওয়া আম ফলের জন্য ক্ষতিকারক। উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান জানান, মেঘলা আবহাওয়া ও বৃষ্টির ফলে আমের কিছু ক্ষতি হবে। তবে ইতোমধ্যে আম গাছে শতকরা ৫০ ভাগ মুকুল থেকে গুটি হয়ে গেছে। এই আবহাওয়ায় মুকুলের বাকি অংশ ক্ষতি হলেও শতকরা ৫০ ভাগ আম টিকবে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ