সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এ সময় পাখি শিকারি রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
রোববার বিকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকায় অভিযান চালিয়ে এসব টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে অবমুক্ত করা হয় পাখিগুলোকে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামাত এলাকার রবিউল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দিয়ে অবমুক্ত করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সারোয়ার হোসেন খান ও শিবগঞ্জ থানা পুলিশের সদস্যসহ অন্যরা।