শিবগঞ্জে ৩টি সরকারি প্রাথমিকের একাডেমিক ভবনের উদ্বোধন

আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


শিবগঞ্জে উজিরপুর, পারকালুপুর ও রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এসব একাডেমিক ভবনের উদ্বোধন করেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব।

তিনি আরো বলেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, প্রধান শিক্ষক এফাজ উদ্দিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ