মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জ কানসাট বাজারে সয়াবিন তেল মজুদের অপরাধে তিন দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, কানসাট বাজারের উধারুল ইসলাম, রতন কুমার সাহা ও শরিফুল ইসলাম। সোমবার (১৬ মে) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) আরিফা সুলতানা।
তিনি জানান, কানসাট বাজারের উধারুল ইসলামের দোকানে বিভিন্ন প্রকার মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখার অপরাধে ৫ হাজার টাকা, রতন কুমার সাহার গুদামে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অপরাধে ৫ হাজার ও শরিফুলের গুদামে মেয়াদোত্তীর্ণ ১১৮ বস্তা ময়দা মজুদের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্য ধ্বংস করা হয়েছে। এছাড়া ৬৫ লিটার সয়াবিন তেল ও ১১৮ বস্তা ময়াদা মৎস্য খাদ্য হিসেবে দ্রুত বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়।