মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদতা :
শিবগঞ্জে নিবিড় শান্তি পাঠাগাররে পরিচালকের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ৫০ টি অসহায়-দুস্থ পরিবার পেল ঈদ সামগ্রী। রোববার (১৬ জুন) বিকালে নিবিড় শান্শান্তি পাঠাগারের পরিচালক মিডিয়া কর্মী নাহিদ উদ জ্জামান মিজে শিবগঞ্জ পৌরসভাধীন ইসরাইল মোড়ে নিবিড় শান্তি পাঠাগারের কার্যালয়ে শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০ টি একেবার অসহায়-দুস্থ পরিবারের মাঝে চিনি চাল, সেমাই নুডুলস বুনিয়া পামর সহ বিভিন্ন ইদ সামগ্রী বিতরণ করেন। এ সময় তার পাঠাগারের পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন।