শিবগঞ্জে ৬৭ খামারি পেলো বিভিন্ন উপকরণাদি

আপডেট: মার্চ ১৬, ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


শিবগঞ্জে ৬৭জন খামারী পেল গরু হৃষ্টপুষ্ট করণ উপকরণাদি। তাদের মধ্যে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট পিজি গ্রুপের ২৭ জন ও পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি পিজির ৪০ জন সদস্য।
রোববার (১৬ মার্চ) শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাণী সম্পদ অফিসের সামনে এ সমস্ত উপকরণগুলো বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে প্রত্যেক খামারিকে গোবর তোলার জন্য একটি করে আয়রন বেলচা,একিট করে হাতে ঠেলা ট্রলি, ্একটি করে পানির পাম্প মটর,দুধের ঘনত্ব পরিমাপের জন্য একটি করে ল্যাকটো মিটার ও দুটি করে কম্ফোর্ট প্ল্যাস্টিক ম্যাট দেওয়া হয়। গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সাস্থ্যসম্মত উপায়ে গবাদিপ্রাণি লাগল পালনের জন্য এসব উপকরণ বিতরণ করা হয় বলে জানানো হয়। এসময় উপস্থিত উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শাহাদাত হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আবু ফেরদৌস উপজেলা প্রাণিসম্প্রসারণ অফিসার মোঃ হাসান আলীসহ অন্যরা। ডাঃ মোঃ শাহাদৎ হোসেন খামারিদের বলেন, আপনারা ভাগ্যবান গবাদিপ্রাণিগুলো সাস্থ্যসম্মতভাবে লাগল পালনের জন্য এই উপকরণ গুলো পেলেন। এগুলো সঠিকভাবে কাজে কাজে লাগাবেন নষ্ট করবেনা। সরকারের লক্ষ্য দেশকে আমিষ,সামাজিক ও অর্থনেতিক ভাবে সমৃদ্ধশালী করা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ