বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছয়টি মামলার আসামি সামিউল আলম তন্ময়কে (২২) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতার ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকার মৃত সাহাবুলের ছেলে। মঙ্গলবার সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কানসাট ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র্যাবের রাজশাহীর একটি অপারেশন দল।
এ সময় ছয়টি মামলার আসামি সামিউল আলম তন্ময়কে একটি বিদেশী অস্ত্র ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে শিবগঞ্জ সীমান্ত থেকে অস্ত্র সংগ্রহ করে রাজশাহীতে সরবরাহের পরিকল্পনা করছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।