শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা অফিসার ডা. কামাল উদ্দিনের যোগদান

আপডেট: মার্চ ২২, ২০২৫, ১১:০১ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. কামাল উদ্দিন। শনিবার (২২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক সুইটসহ মেডিকেল অফিসাররা।

ডা. কামাল উদ্দিন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার হিসেবে অফিসার হিসাবে গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার করিকল্পনা অফিসার হিসাবে দায়িত্ব পালন করনে। সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কামাল উদ্দিন উন্নত চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা হবে। এদিকে ডা. সায়রা খানকে মেডিকেল অফিসার হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বদলি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ