শিবগঞ্জ ও গোমস্তাপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস ও গোমস্তাপুর প্রতিনিধি



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ক্যাম্পপাড়া এলাকায় ৯৩৭ বোতল ও গোমস্তাপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে গোমস্তাপুর-চৌডালা সড়কের ঈদগাহ এলাকা থেকে ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। তবে শিবগঞ্জের ঘটনায় কাওকে আটক করা যায় নি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি টহল দল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পয়ে চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৯৩৭ বোতল ফেন্সিডিল জব্দ করে বিজিবি।
এদিকে গোমস্তাপুরে গ্রেফতারকৃত শফিকুল ইসলাম (৩৩) শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামের সেতাউর রহমানের ছেলে। গোমস্তাপুর থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর-চৌডালা সড়কের ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে একটি চার্জার ভ্যান আরোহীর কাছে থাকা ব্যাগ থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ