শিবগঞ্জ ডায়বেটিস সমিতির সাধারণ সভা

আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৬, ১২:০৭ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডায়াবেটিস সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে শিবগঞ্জ ডায়বেটিকস সমিতির আয়োজনে শিবগঞ্জ ডায়বেটিক সমিতি চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সমিতির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ বিভাগের সচির মো. জিল্লার রহমান বলেন, শিবগঞ্জ আমার জন্মভূমি। এখানকার জনগণের দোয়ায় আমি সমাজ কল্যাণ বিভাগের একজন সচিব হতে পেরেছি। তাই শিবগঞ্জবাসীর সেবা করা আমার নৈতিক দায়িত্ব। আমি এ দায়িত্ব পালনে আপনাদের কাছে দোয়া প্রার্থী। ২০১২ সালে প্রতিষ্ঠিত শিবগঞ্জ ডায়বেটিকস সমিতি হাঁটি হাঁটি পা করে যাত্রা শুরু করে আজ অনেক দূর অগ্রসর হতে পেরেছে। খুব শীঘ্রই বহুতল ভবন নির্মাণের আশ্বাস দিয়ে তিনি বলেন, এ সমিতির অধীনেই দাঁত ও চক্ষু রোগের চিকিৎসার চালু করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানসহ আরো অনেকে। ২০১২ সালের ২৬ মার্চ ৩শ জন আজীবন ও ৪০ জন দাতা সদস্য নিয়ে শিবগঞ্জ ডায়বেটিস সমিতি যাত্রা শুরু করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ