শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১৪ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর নির্বাচনে মনোনয়নত্র বাছাইয়ের দিনে মেয়র পদে ৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন এবং সংরক্ষিত পদে ৩৮ জন প্রার্থীর বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। তবে, ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম বাবুর প্রার্থীতা বাতিল করা হয়।
জেলা রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, পৌর নির্বাচনে মেয়র পদে বৈধ মনোনয়ন প্রার্থীরা হলেন, সৈয়দ মনিরুল ইসলাম (আ’লীগ), ওজিউল ইসলাম ওজুল মিয়া (বিএনপি) ও আফজাল হোসেন (জাতীয় পার্টি)। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোস্তারী খাতুন, আনোয়ারা ইয়াসমিন, মোসা. নুরেফা খাতুন, জোনাকি, সাবিয়া খাতুন, মনজিলা বেগম. জরিনা বেগম, লাকি বেগম, নূরজাহান বেগম, সাহানা বেগম, নাসরিন বেগম, আকলিমা বেগম, হাসনারা পারভীন, আমেনা বেগম, রুমি খাতুন ও আম্বিয়া বেগম। সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আব্দুল রউফ জাহাঙ্গীর আলম, জাকারিয়া ইসলাম, বাসির শেখ, সাদিকুল ইসলাম, আব্দুল হক বাদল, ২ নং ওয়ার্ডে একরামুল হক, মো. ফারুক ইসলাম, মাইনুল ইসলাম ও মতিউর রহমান, ৩নং ওয়ার্ডে মিজানুর রহমান, জুম্মন আলী, শহিদুল ইসলাম, মোহাম্মদ মাহিরুল ইসলাম ও তরিকুল, ৪ নং ওয়ার্ডে সাদিরুল ইসলাম, সাদিকুল ইসলাম (সাদেক) ও আমিরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে আজিজুল ইসলাম, কাজিউজ্জামান, সেলিম রেজা, ৬ নং ওয়ার্ডে আব্দুস সবুর, আহসান কবির টুটুল, শাহজামাল ও শাহাজাহান আলি, ৭ নং ওয়ার্ডে শাহিন আলম, লিটন আলী, বাসির আলী, রাজু আহমেদ, আবিরুল ইসলাম (আবু), ও আব্দুর রহিম, ৮ নং ওয়ার্ডে এলিম, রবিউল আওয়াল, আব্দুস সালাম, সোহবুল ইসলাম ও ৯ ওয়ার্ডে আব্দুস সালাম, সফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম।