শিবগঞ্জ প্রাথমিকের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, মমতাজ মহল, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বরকতউল্লাহ ও মনিরুজ্জামানসহ অন্যরা। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version