সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মিলন হোসেন (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃত মিলন হোসেন উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একরামুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর একটার দিকে ব্যাটালিয়নের চৌকা বিওপির হাবিলদার নুর হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭৭/১-এস হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখের আলী বাজার এলাকায় অভিযনে চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মিলন হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।