শিবগঞ্জ ৭ কেজি গানপাউডার ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ১২:৪২ পূর্বাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৭ কেজি ২৫০ গ্রাম গানপাউডার, আগ্নেয়াস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাতে চালানো এসব অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম আবুল এহসান জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপির একটি টহল দল নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে শ্যামপুর সীমান্তে পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বাঁশ ঝাঁড়ের ভিতরে বসে থাকে। এসময় ২-৩ জন চোরাকারবারী ভারতের দিক হতে ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহল দল চোরাকারবারীদের ধাওয়া করে। চোরাকারবারীরা ব্যাগ ফেলে আবারো ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা ৭ কেজি ২৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করে। উদ্ধারকৃত গান পাউডার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। অপরদিকে একই সময় উপজেলার ইকবালপুর মোড় থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তি হলেন, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া তারাপুর-ঠুঠাপাড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে লাল চাঁদ (২৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির হাবিলদার হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার ইকবালপুর মোড়ে অভিযান চালায়। এসময় একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও ফেন্সিডিলসহ লাল চাঁদকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে বুধবার রাতে বিজিবি’র আরেকটি অভিযানে তেলকুপি বিওপি’র টহল দল শাহাবাজপুর ইউনিয়নের বিশ্বাসটোলা এলাকায় একটি বাঁশ ঝাঁড়ের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলগুরো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ