রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে শিবিরকর্মীসহ বিভিন্ন মামলায় ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়েছে বলে নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৮ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ৩ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ২৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ, ১ জনকে রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।