শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১১:২১ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ইদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর এম.এ. মান্নান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম।

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া উৎসবে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর সচিব হুমায়ন কবীর, মহানগর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফ উদ্দীন শাহীন, মহানগর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ-পাইলট।

আয়োজক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক নাজমা রহমান, আহ্বায়ক ছিলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ। এছাড়া অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অফিস স্টাফ, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া উৎসব উদ্বোধনের পর মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। ১১টি ইভেন্টে আমন্ত্রিত অতিথি, প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ বিজয়ী ২৩২জনকে পুরষ্কৃত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ