শিল্পকলা থেকে সম্মাননা পেলেন পাঁচ গুনীজন

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমি থেকে পাঁচ গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধনা জানানো হয়।
৫ ক্যাটাগরিতে ৫ গুনীজনকে সম্মাননা হিসেবে টাকা, উত্তরীয়, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত পাঁচজন হলেন- আবৃত্তিতে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন প্রামাণিক, নাট্যকলায় এএনএম আমিরুজ্জামান, কণ্ঠসঙ্গীতে শাহীনা পারভীন মিনারব, যাত্রাশিল্পতে আবদুর রহিম ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় রাজশাহী আবৃত্তি পরিষদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডা. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ। এছাড়া রাজশাহী জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ