বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বিপ্রজিৎ সরকার এবার শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসাবে স্বর্ণ পদক পেয়েছে। সারাদেশে রাজশাহীর মুখ উজ্জ্বল করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, বিপ্রজিৎ সরকার দেশের সম্পদ। ওর প্রতিভা বিকাশের সুযোগ ও পরিবেশ আমাদের তৈরি করে দিতে হবে। বড় হলে দেশের জন্যে মেধাকে কাজে লাগাতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে জানান তিনি।
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের যৌথ উদ্যোগে সোমবার (১৮ অক্টোবর) দেশের ১০ জন শিশুকে ৫টি ক্যাটাগরিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বর্ণপদক প্রদান করা হয়। এদের মধ্যে বিপ্রজিৎ সরকার ‘শেখ রাসেল পদক-২০২১’ এ শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসাবে স্বর্ণ পদক ও ল্যাপটপ পুরস্কার পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত সকল শিশুকে পুরস্কার প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাকে পুরস্কার তুলে দেন।
জানা গেছে, বিপ্রজিৎ সরকার বাংলাদেশ শিশু একাডেমির একজন নিয়মিত ছাত্র। সে ২০১৮ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘ক’ শাখায় রবীন্দ্র সংগীতে স্বর্ণপদক ও উচ্চাঙ্গ সংগীতে রৌপ্য পদক পান। এছাড়াও সে বাংলাদেশ বেতার, রাজশাহীর উচ্চাঙ্গ সঙ্গিত, নজরুল ও দেশাত্মবোধক গান বিভাগের নিয়মিত শিশুশিল্পী। তার বাবা ড. ব্রজেন্দ্রনাথ সরকার রাজশাহী কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও মা সোমা সরকার রাজশাহী কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষিকা। তার ছোট ভাই দিব্যজিৎ সরকার নর্থ পয়েন্ট স্কুলের নার্সারিতে পড়ে।