শিশুরা উদ্বোধন করলেন মহাদেবপুর উপজেলা পরিষদ শিশু পার্কের

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


শিশুরাই উদ্বোধন করলেন মহাদেবপুর উপজেলা পরিষদ শিশু পার্কের। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শিশু পার্কের ফিতা কেটে উদ্বোধন ও ফলক উন্মোচন করেন সারা আরিফ ও আবরার আরিফ। উভয়েই উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর ছেলে ও মেয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান ও তার সহধর্মিনী মোসা. মিভা মোস্তারিন বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. খুরশিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা নির্বাচন অফিসার মো. আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ অফিসার এ কে এম জামান, উপজেলা অনসার ও ভিডিপি অফিসার মো. ইব্রাহিম খান, উপজেলা আইসিটি অফিসার শাহীন আরা প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা প্রশাসন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. জাহেদুর রহমান।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ