শিশুর খেলার সাথী সাপ!

আপডেট: মার্চ ১৫, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


আঁতকে ওঠার মত দৃশ্য! জ্যান্ত সাপের সঙ্গে খেলছে এক শিশু। দৃশ্যটি দেখা মাত্রই যে কেউ মনে করতে পারে প্রাণীটি ‘খেলনা সাপ’। কিছুক্ষণ পরেই শিশুটি চিৎকার করে ওঠে। তারপর যা হল তা জানলে চমকে উঠবেন আপনিও…

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক শিশুর সাহস দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভয় ডরকে এক প্রকার মেরে তুড়ি উড়িয়ে এক শিশু চেয়ারে বসে সাপের সঙ্গে খেলা করছে।

ভিডিওটির একদম শুরুতেই শিশুটি তার ঘাড় থেকে সাপটিকে নামিয়ে হাতে শক্ত করে ধরেছিল। এর ঠিক পরের মুহূর্তেই শিশুটির মনে হয় যে এই আচরণ তার জন্য বিপদ ডেকে আনতে পারে। তখনই সে চিৎকার করে ওঠে। এক মুহূর্তের জন্য সে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে।

কিন্তু সে কোথাও না গিয়ে বসে থাকে ওই চেয়ারটিতে। সাহসের সঙ্গে ওই সাপটিকে তাড়ানোর চেষ্টা করে। অবশেষে সাপটিও চেয়ারের গা বেয়ে নেমে যায়। শেষে শিশুর পরিবারের কোনও এক সদস্য এসে সাপটি সরিয়ে যায়।

ভিডিওটি সমাজমাধ্যমে পোস্ট হতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। কমেন্টে অনেকই শিশুটির জন্য চিন্তা প্রকাশ করেছেন। শিশুটিকে ঝুঁকির মুখে একা ছেড়ে দিয়ে, গোটা ঘটনা ক্যামেরাবন্দি করায় কেউ কেউ শিশুটির পরিবারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ