শনিবার, ২১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা প্রশাসন ও শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে বাংলা একাডেমি পদকপ্রাপ্ত রাজশাহীর গৌরব ড. তসিকুল ইসলাম রাজার জন্মদিন উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে শিশু একাডেমির মিলনায়তনের এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজশাহী সাবিহা সুলতানা, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার, উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু হাসিব পান্না প্রমুখ।
রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের এর সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক মো. আব্দুর রোকন মাসুম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী শিশু একাডেমির প্রশিক্ষক ওস্তাদ মঞ্জুশ্রী রায়, যতন কুমার পাল, পীযুষ কুমার দে, কাবেরী দেবনাথ প্রমুখ।
উল্লেখ, গত ১১ জানুয়ারি ড.তসিকুল ইসলাম রাজা ৬৯ তম জন্মবার্ষিকী ছিলো। সেদিন-ই তার জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি ছিল রাজশাহী জেলা প্রশাসন ও শিশু একাডেমির। কিন্তু তার শারীরিক অবস্থা ভাল না থাকায় সেদিনের আয়োজনটি বৃহস্পতিবার করা হয়েছে।