শিশু কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১১:১১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রাজশাহী মহানগরের উদ্যোগে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর শাহ্ মখদুম কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

উদ্বোধক ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মুনসেফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রাজশাহী মহানগরের সভাপতি আলাল পারভেজ লুলু।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রাজশাহী মহানগরের সদস্য আইয়ুব আলী, শরীফা খাতুন শ্যামলী, রীনা মজুমদার, ফরহাদ, মিঠুন প্রমুখ।