শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১২:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগরীতে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নুরুন্নবী নামে ৬০ বছর বয়সি এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ বছর বয়সি ওই শিশুকে ধর্ষণের চেষ্টার সময় স্থানীয় জনগণ তাকে হাতেনাতে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল রোববার দুপুরে নগরীর সিলিন্দা এলাকায় এই ঘটনা ঘটে।
পেশায় রিকশাচালক নুরুন্নবী মহানগরীর বহরমপুর এলাকায় স্ত্রী ও তার তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায়। ভুক্তভোগি ওই শিশুর বাবাও রিকশাচালক। নুরুন্নবীর পাশের বাড়িতেই ভাড়া থাকে শিশুটির পরিবার।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ভুক্তভোগি ওই শিশুটি প্রথম শ্রেণিতে পড়ে। বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নুরুন্নবী ওই শিশু এবং তার দুই বছর বয়সি ছোট বোনকে বাড়ি থেকে নিয়ে যান। এরপর সিলিন্দা এলাকায় গিয়ে একটি ঝোপের ভেতর শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় ওই শিশুর চিৎকারে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নুরুন্নবীকে হাতেনাতে আটক করেন। পরে তাকে মারপিটও করা হয়। এরপর খবর দেয়া হয় পুলিশে। খবর পেয়ে তাকে থানায় নেওয়া হয়। এরপর তাকে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ভুক্তভোগি শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ঘটনায় ওই শিশুর মা থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ