শিশু ধর্ষণ-হত্যার দায়ে কিশোরের ১০ বছরের আটকাদেশ

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে সাকিব নামে এক কিশোরকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলী (পিপি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত সাবিক প্রতিবেশী মিলন হোসেনের ছেলে ।

আদালত সুত্রে যানা যায়, ২০১৭ সালের ২০ ডিসেম্বর গুরুদাসপুর উপজেলার বালসা গ্রামের মনিরুল ইসলামের শিশু বাড়ির বাহিরে খেলা করার সময় নিঁখোজ হয়। দুদিন পর ২২ ডিসেম্বর তার বস্তাবন্দি লাশ পাশের দিঘী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা মনিরুল বাদি হয়ে মামলা করলে ময়নাতদন্তে শিশুকে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ওই মামলায় তার স্বীকরোক্তি ও তথ্য প্রামাণেরর ভিত্তিতে আদালত (সোমবার) এ রায় দেন।