শিশু বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৬, ১১:৩০ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



‘শিশু বিবাহ প্রতিরোধ: আমাদের করণীয় ও জাতীয় কর্মপরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, নাটোর জেলা প্রশাসন ও নাটোর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে। এ মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব কাজী আতিয়ূর রহমান। প্রধান অতিথি ছিলেন, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন, নাটোর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শবনম শিরিন। সভার উদ্দেশ্য ও লক্ষ্য উপস্থাপন করেন, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, নাটোর জেলা সম্পাদক রওশন আরা শ্যামলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম রাজশাহীর সমন্বয়কারী সুব্রত কুমার পাল।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, নাটোর পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকতা আমজাদ হোসেন, গুরুদাসপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সিংড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফছার আলী মন্ডল, বাগাতিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, যুুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকতা (প্রশিক্ষক) সাজেদুল ইসলাম প্রমূখ। গতকাল রোবাবার কন্যাশিশু এডভোকেসি ফোরাম রাজশাহীর সমন্বয়কারী সুব্রত কুমার পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ