মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সুজন সাম্পান
অগ্নিস্তূপের ভেতর নজর কাড়া এক ঘোড়ার
ছুটোছুটি।
আর ঘোড়ার পদচারণায় কয়লায় পরিণত হয়েছে
অগ্নিস্তূপ।
কে যেন এসে সেই শীতল কয়লায় আগুন দিয়ে
দিলো।
কিছুক্ষণ দাউ দাউ করে জ্বলে,
আকাশের দিকে বেয়ে উঠলো
আগুনের লেলিহান শিখা।
ক্ষণেক পরেই মৃত্যু হলো প্রেমিকের!