শীতার্তদের মাঝে এমপি বাদশার শীতবস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


নগরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও নর্থ বেঙ্গল বিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় নগরীর মহিষবাথানে অবস্থিত আব্দুল মজিদ মেমোরিয়াল মাঠ প্রাঙ্গনে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগের আহ্বায়ক ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন এর নেতৃত্বে এই শুভেচ্ছা প্রদান ও শীতবন্ত্র বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আকতারুজ্জামান আকতার, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান ও সচিব ইয়াসমিন আরা ও শাহ্ মখ্দুম থানা সভাপতি শেখ সাদী মোহাম্মদ আলীসহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ