শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর হেতেম খাঁ লিচু বাগান এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি, বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবী শাহীন আক্তার রেনী। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, বোয়ালিয়া থানা পশ্চিম সভাপতি আবদুস সালাম, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলিমুল রাজি মিঠু। এছাড়াও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ২০০ অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।