শীতের আগাম সবজি: বাজারে ফুলকপি ৮০ ও শিমের কেজি ১২০ টাকা

আপডেট: নভেম্বর ১, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


শীতের আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম বাজারে পাওয়া যাচ্ছে। প্রতিকেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এছাড়া বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকা ছাড়াও শিম বিক্রি হচ্ছে ১২০ টাকা প্রতি কেজি।
ব্যবসায়ীরা বলছেন, মূলত শীতে দেশের বাজারে সবচেয়ে বেশি সবজি পাওয়া যায়। প্রকৃতিতে শীত আসন্ন হলেও বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। এখন সবধরনের সবজির দাম আস্তে আস্তে কমে যাবে। এক সপ্তার ব্যবধানে কয়েকটি সবজিতে প্রতি কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা।



তবে ক্রেতরা রাকিবুল ইসলাম বলেন, শিমের কেজি ১২০ টাকা, বেগুনের কেজি ৭০ থেকে ৮০ টাকা, আলুর কেজি ৬০ টাকা। তাহলে কোন সবজির দাম কম। এই সময়ে বাজারে সব ধরনের সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা কেজির মধ্যে থাকলে সাধারণ ক্রেতারা বলেন- দাম কমেছে। নতুবা সবজির দাম বেশি বলা চলে।

শুক্রবার (১ নভেম্বর) নগরীর বিনোদপুর বাজারের বিক্রেতা শাহিন আলীর দোকানে আলু বিক্রি হয়েছে প্রতিকেজি ৬০ টাকা, পটল ৪০ টাকা, পেপে ৪০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৩৫ টাকা, লাল শাকের আটি ১৫ থেকে ২০ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকা, বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকা, শিম ১২০ টাকা কেজি, কচু প্রতিকেজি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা আরিফুল ইসলাম বলেন, বাজারে ৩০ টাকা কেজি এমন কোন সবজি নেই। সর্বনিম্ন ৪০ টাকা থেকে শুরু করে শিম বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের জীবন চালান কষ্টকর হয়ে গেছে। সরকারকে বাজার মনিটরিং করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয়ক্ষতমার মধ্যে নিয়ে আনতে হবে।

অপরদিকে একই বাজারের পাশের দোকানে দেশি পেঁয়াজ প্রতিকেজি ১৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা, কাঁচা মরিচ প্রতিকেজি ১৬০ টাকা, আদা প্রতিকেজি ১৬০ টাকা, দেশি রসুন ৩০০ টাকা, চায়না রসুন ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া বিনোদপুর বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭৫ টাকা, সোনালী মুরগি ২৮০ টাকা, সাদা লেয়ার মুরগি ২৭০ টাকা, লাল লেয়ার মুরগি ৩৮০ টাকা, দেশি মুরগি ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ডজন লাল ডিম খুচরা পর্যায়ে ১৪৪-১৪৫ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়। এতে প্রতি পিস ডিমের দাম পড়ছে ১২ টাকা। আর প্রতি ডজন হাঁসের ডিম ২৪০ টাকা ও দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়।

এদিকে, বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হয়েছে ৩৮০ থেকে ৪৫০ টাকা, কাতল ৪০০ থেকে ৪৮০ টাকা, চাষের শিং ৫৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২২০ থেকে ২৫০ টাকা, কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭০০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা ও তেলাপিয়া ১৭০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

তবে বাজারে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ