মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
কবির কাঞ্চন
সবুজ আর কুয়াশার কী দারুণ ছোঁয়া
যতোদূর চোখ যায় লাগে ধোঁয়া ধোঁয়া।
চারিদিকে কুয়াশা আর হিম হিম বায়ু
পথ চলি ভয়ে ভয়ে যায় বুঝি আয়ু।
শীত আসে শীত যায় ঠিক ঠিক বেঁচে যাই
হিমেল পরশে তাই জীবনের গান গাই।
পিঠাপুলি কতো খানা ভরে মন স্বাদে
শীতে মজা পাই না তো গাঁয়ে যাওয়া বাদে।
সূর্যের আগমনে মুখে হাসি ফোটে
ছেলে-বুড়ো পায়ে-পায়ে পুব দিকে ছোটে।
সবুজের গায়ে থাকে সর্ষের শাড়ি
মন চায় চলে যাই সবকিছু ছাড়ি।