শীতের শেষে বসন্তের আগমন

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ণ

হাবিবুল ইসলাম তোতা:


পূর্ণযৌবনা শীত মানে
শীতের শেষভাগ -বসন্তের আগমন।
কুয়াশা কাটলেই আলো নিয়ে আসবে সূর্য
বাতাসে বিলাবে উষ্ণতা,
মৃত্য পাতার বুকে বেজে উঠবে ঝংকার
সোনালী ত্বক ভেঙে ভেঙে অঙ্কুরিত হবে বৃক্ষের কুশি
শিশিরে ভেজা প্রজাপতির ডানায় সুবর্ণবলয়
সূর্যের শুভ্র চিকাসে হেসে উঠবে আমাদের পৃথিবী।

পূর্ণযৌবনা শীত মানে
শীতের শেষভাগ বসন্তের আগমন।