শীত মিতালী

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ণ

নাজিম খোকন:


আইসো শীত সাঙ্গা করি রাত-গভীরে
রাত ভর ডুব সাঁতারে ঝিলে-বিলে
আইসো শীত সাঙ্গা করি ভয় ঠেলে

আইসো শীত আইসো শীত
কার কতো জোর দেখাও দেখি
সাঙ্গা করি রাত-দুপুরে
জলের নূপুর, জলঝাঁপানো
জলকেলিতে দোঁহের নূপুর
বাজাবো শীত তোমার সাথে
কে পারে আজ ডুব দে’ জলে

পার হবে কে ওই পারেতে আগে ভাগে
আইসো শীত সাঙ্গা করি আমরা দু’জন
ভর কুয়াশার রাত দুপুরে
সবাই দেখুক সবাই জানুক শীতের সাথে
কেমন তর ভালোবাসা
পিঠে-পুলি ফুলের মেলা এই ‘ব’ দেশে

আইসো এই শীত মাখানো গভীর রাতে
শীতের সাথে সাঙ্গা করি মোহে দোঁহে
বীরদর্পে সাঙ্গা করি ভয় না পেয়ে
বীরের জাতি বীর হয়ে রই
তোমার সাথে সাঙ্গা করে
শীতলরাণী গীতলরাণী শীতের গীতে ঠকঠকিয়ে
ঠগিনীশীত ভয় করিনা ঠ্যাংগারুর ভয় না পেয়ে
আইসো শীত সাঙ্গা ক’রি -সাঙ্গা ক’রি তোমার সাথে