সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাজিম খোকন
শীতের কুয়াশা যেন বরফের জল
কে নেভাবে এই শীত কই দমকল
কলের বিমূর্তে দেখি বৃক্ষের শাখা
শীতের পরিযায়ী মেলে দেয় পাখা
সে পাখায় ভরে আমারও উড়াল
ঘুরে আসি চোখ মেলে যা ছিলো আড়াল
আকাশের রঙে মিশে আমি যে কত
উড়ছি পক্ষী হয়ে নদী শত শত
খোঁড়ল থেকে বের হয় রূপ-সনাতন
সিলভিয়া বিদ্রোহী আর রবির মতোন
আনন্দে নিরানন্দে জীবনানন্দ বিনয়
কুহকের সুরে সুরে তুমুল প্রণয়
শীতের আহ্লাদে ঢাকা উষ্ণ চাদর
আহারে শীত তাতে পায় কত আদর
প্রিয় আগুন নাচে মাঠ-ঘাট-পথে
জীবন চলে, এ জীবনের রথে
কে জানে কার ছায়া মুছে যায় কবে
সন্ধ্যার শিশিরকণা আচানক রবে
তোমার ও দুচোখে আছে কত মধুবন
জড়ানো শরীর জুড়ে প্রেম অনুক্ষণ
কেউ হাসে কেউ কাঁদে মরালের গ্রীবায়
কাক কাঁদে কুয়াশায়, কে তারে থামায়
হঠাৎ চমকে দেখি কামিনী-বকুল
মিটে গেল জীবনের যতো ছিলো ভুল
ভুলের বেসাতি ধরে আর নই মশগুল
মুছে যাবো কে কখন জানিনা তো এক চুল