মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
উৎসবের আমেজে মদ বিক্রিতে ব্যাপক বৃদ্ধি নয়ডাতে। জানা গিয়েছে, দীপাবলি উপলক্ষ্যে চার দিনে মদ বিক্রি ২৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে। উৎসবের আমেজে মদ বিক্রিতে চমকপ্রদ বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
গত চার দিনে, অর্থাৎ ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত, মানুষ প্রায় ২৫ কোটি টাকার মদ কিনেছেন। আবগারি দপ্তর সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার ২৫% বৃদ্ধি পেয়েছে মদের বিক্রি।
২০২৩ সালে অক্টোবর মাসে মোট মদ বিক্রি হয়েছিল ২৫০ কোটি টাকার। যা কিনা ২০২২ সালের অক্টোবর মাসের ২০৪ কোটি টাকার চেয়ে অনেকটাই বেশি। এই বছর সবকিছুকে ছাপিয়ে গত বছরের তুলনায় ৭ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে বলে জানিয়েছে আবগারি দপ্তর।
জানা যাচ্ছে, মানুষ পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের জন্য মদ কিনেছেন। যে কোনও ধরনের সেলিব্রেশনে বর্তমানে মদ থাকার কারণে বিক্রিও ক্রমশ বাড়ছে। দীপাবলির সময়ে মদের দোকানে লাইনও ছিল চোখে পড়ার মত। বিক্রি হওয়া মদের মধ্যে যেমন রয়েছে বিয়ার, হুইস্কি তেমনই রয়েছে দেশী মদও।
তথ্যসূত্র: আজকাল অনলাইন