রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবদক:
রাজশাহীতে শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরালটি ভেঙে ফেলা যায়নি। তাই সেটির ওপরে সারা রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কয়েকজন রংমিস্ত্রিকে এই কাজ করতে দেখা গেছে। কারা এই কাজের জন্য এনেছেন তা জানাতে পারেননি ওই মিস্ত্রিরা।
রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জেলা পরিষদের জায়গায় ম্যুরালটি নির্মাণ করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ম্যুরালের উচ্চতা ৫৮ ফুট। তবে মূল অংশের উচ্চতা ৫০ ফুট। আর চওড়া ৪০ ফুট। এটি নির্মাণে পাঁচ কোটি ২ লাখ টাকা ব্যয় করে সিটি করপোরেশন। নির্মাণের পর রাসিকের পক্ষ থেকে দাবি করা হয়, এটিই দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ম্যুরাল।
ম্যুরালটির সীমানাপ্রাচীরের দু’পাশে ৭০০ বর্গফুট টেরাকাটার কাজ করা হয়। এক ধারে গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যও তুলে ধরা হয়েছিল। ল্যান্ডস্কেপিংয়ে গ্রানাইট দিয়ে সজ্জিত করা হয়।
২০১৯ সালের ১ অক্টোবর ম্যুরালের ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন রাসিকের তৎকালীন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সঙ্গে ছিলেন জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারও। ২০২২ সালে নির্মাণ কাজ শেষ হয়।
ওই বছরের ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিতে রাজশাহী এসে ম্যুরালটির উদ্বোধন করেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল এবং তৎকালীন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর এই ম্যুরাল ও টেরাকাটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ম্যুরালটি ভেঙে ফেলা যায়নি।
রোববার সকাল থেকে সাদা রঙের প্রলেপে ম্যুরাল থেকে শেখ মুজিবের ছবি মুছে দেওয়ার কাজ শুরু হয়। এর আগে গত ৫ আগস্টই রাজশাহীতে থাকা শেখ মুজিবের বেশিরভাগ ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। সবশেষ গত ৬ ফেব্রুয়ারি ‘জিতবে আবার নৌকা’ গানের তালে তালে বুলডোজার দিয়ে রাজশাহী কলেজে থাকা শেখ মুজিবের ম্যুরালটি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।