শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডিতরা খালাস পাওয়ায় ঈশ্বরদীতে আনন্দ র‌্যালি

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


হাইকোর্টের রায়ে ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত ৯ জনসহ ৪৭ জন বিএনপি নেতাকর্মীর সবাইকে খালাস প্রদান করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্টে বিচারপতি মাহাবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এই রায় ঘোষনার পরপরই পাবনার ঈশ্বরদীজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বেলা এগারোটার পর রেলওয়ে গেট জিরো পয়েন্ট অতিক্রম করে বিভিন্ন সড়কে এই আনন্দ মিছিল বের করা হয়। রেলওয়ে গেট ছাড়াও পোস্ট অফিস মোড়, ফতে মোহাম্মদপুর, পশ্চিমটেংরি, আলহাজ্ব মোড়ে আনন্দ মিছিল হয়েছে। এসময় বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী, দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের স্বজনরা ছাড়াও মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষও। বহুল আলোচিত এই রায় ঘোষণার পরপরই বুধবার ঈশ্বরদী শহর মিছিলের নগরীতে পরিণত হয়। ঢোল, ব্যান্ড পার্টি নিয়ে রং ছিটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে বিএনপি নেতাকর্মীরা।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক ছাত্র নেতা মাহ্বুবুর রহমান পলাশের মেয়ে তাসনিম মাহবুব প্রাপ্তি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, দীর্ঘ ৫ বছর ধরে আমার বাবা ও দুই চাচা ফাঁসির দণ্ড নিয়ে কারাগারে অন্তরীন রয়েছেন। একটি ফরমায়েসি রায়ের কারণে আমার বাবা-চাচাদের তিনটি পরিবার নিদারুণ কষ্টে দিন গুনেছেন এই দিনটির অপেক্ষায়। আজ সেই দিন গোনা শেষ হলো। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরেক বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান আবেগআপ্লুত হয়ে বলেন, একটি সাজানো মিথ্যা মামলায় ঈশ্বরদীর ৪৭ জন বিএনপি নেতাকর্মীদের কারাগারে বন্দি করে রাখার মধ্য দিয়ে ঈশ্বরদীতে বিএনপিকে ধ্বংস করার যে নীল নকশা শেখ হাসিনার সরকার করেছিল। আজ ৫ বছর পর এই নেতাকর্মীদের খালাসের মধ্য দিয়ে নতুনভাবে জেগে উঠেছে ঈশ্বরদীর বিএনপি।

এদিকে ঈশ্বরদী শহরের রেলওয়ে গেট এলাকায় আনন্দ মিছিল নিয়ে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারপিটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শহরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, কারাবন্দি নেতাদের জন্য বহুদিন অপেক্ষার পর আনন্দে আত্মহারা হয়ে নেতাকর্মীরা আবেগের বশবর্তী হয়ে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে জন্য পুলিশের বাড়তি সতর্কতা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পাবনা র‌্যাবে জানানো হয়েছে। ঈশ্বরদী শহরে র‌্যাব সদস্যরা টহল দিচ্ছেন।

সূত্র জানায়, ত্রিশ বছর আগে ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলার ফরমায়েসি রায়ে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, তৎকালীন ছাত্রদল নেতা ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক প্যানেল মেয়র শামসুল আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম আখতারুজ্জামান, সাবেক ছাত্রনেতা মাহ্বুবুর রহমান পলাশ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহিন, বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল, যুবদল নেতা আজিজুর রহমান শাহিন ও মোস্তফা নুরে আলম শ্যামলকে মৃত্যুদণ্ডসহ অন্যান্য বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে পটপরিবর্তনের পরপরই ওই মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অন্যান্য নেতা-কর্মীরা জামিনে মুক্তি পান। তবে কারাগারে অন্তরীণ রয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ বিএনপি নেতা।

উচ্চ আদালতে এই ৯ জনের ডেথ রেফারেন্সসহ সকল আসামীর আপিল শুনানি ও ডেথ রেফারেন্সে এই মামলার শুনানির জন্য প্রধান বিচারপতি অনুমতি পাওয়ার পর হাইকোর্টের বিজয় একাত্তর ভবনের ২৫নং আদালতে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ জুলাই চাঞ্চল্যকর ও বহুল আলোচিত এ মামলার ৫২ আসামির মধ্যে ৯ জনকে ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এই মামলার পাঁচ আসামি বিচার চলাকালীন বিভিন্ন সময়ে মারা গেছেন। রায় ঘোষণার পর কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন আব্দুল হাকিম টেনু ও পাকশীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গত বছর ২১ ডিসেম্বর মারা যান ১০ বছর সাজাপ্রাপ্ত আসামী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাহাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান নেফাউর রহমান ভিপি রাজু। গত বছর ২৫ আগস্ট মারা যান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী উপজেলা বিএনপির আরেক সাবেক সাংগঠনিক সম্পাদক তাহাজুল ইসলাম লাইজু।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ