শেখ হাসিনার শুধু পালায়নি তার নাম-নিশানা মুছে গেছে: দুদু

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


শেখ হাসিনা শুধু পালায়নি এ দেশ থেকে তার নাম-নিশানা পর্যন্ত মুছে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগ এতিমের বাচ্চা হয়ে গেছে। কোন জায়গায় কাউকে খোঁজ পাওয়া যাচ্ছে না। এত চুরি তারা করবে তা দেশের মানুষও বুঝতে পারেনি।’



বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রার আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরা যোগ দেন।

সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে তার ভোট দিতে পারবে, সেদিন আমরা বুঝবো দেশে গনতন্ত্রের সুবাতাস বইছে। এ জন্য বিএনপির নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির পতাকা যেন সারাবিশ্বে তুলে ধরতে পারি।’

শামসুজ্জামান দুদু সমাবেশে বলেন, ‘আন্দোলন এখনো থেমে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত অতীতের ধারাবাহিকতায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। সকল ব্যাংক তারা লুটপাট করেছে। এই যে রাজশাহী জুটমিল, তারা বন্ধ করে দিয়েছে। সারা বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করেছে। গুম-খুন হলো আওয়ামী লীগের অস্ত্র।’

শামসুজ্জামান দুদু সমাবেশে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তারা ভারতের দালাল, এই ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। আন্দোলন এখনো থেমে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত অতীতের ধারাবাহিকতায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি।’

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব মামুনুর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ