রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোহেল মাহবুব:
শুধু কথা দিয়ে বুকের সমুদ্রে ঢেউ ওঠে না
অনেক সময় দু’হাতে সমান তালে বৈঠা মারতে হয়
মাঝে মাঝে টসটসে মেঘেও বৃষ্টি হয় না
তখন বৃষ্টি বৃষ্টি খেলা খেলতে হয় তপ্ত রোদে,
কখনো কখনো উরুর কুমারী তিলও চোখ বন্ধ করে থাকে
তখন সারা ঘরে বীজের সুঘ্রাণ ছড়িয়ে দিলেই-
চোখ খুলে তৃষ্ণার্ত হয় মাছ ললনা।
এগুলো সব আবেগের কথা
আসল কথা হচ্ছে-
সময় শেষ, এসো সবাই আমরা হয়ে যাই..