রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী প্রতিনিধি
ব্যাপক প্রচার প্রচারণা ও সকল প্রস্তুতি সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন আবারো স্থগিত ঘোষণা করা হয়েছে। ৫ বছর পর গতকাল শনিবার সকালে ঈশ্বরদীর প্লাজা কমিউনিটি সেন্টারে এই সম্মেলন হওয়ার কথা ছিল।
সম্মেলনে ‘আমন্ত্রিত অতিথি’ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ গত বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে চেপে ঈশ্বরদীতে এসে রাতেই তার ৩ সফর সঙ্গীসহ একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় ফিরে যান। তার সফরসঙ্গী ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আব্দুল বাছেদ গালিব, যুগ্মসম্পাদক সাইদুল ইসলাম শাহেদ ও পরিবেশ সম্পাদক হাবিুল্লাহ্ বিপ্লব। কেন্দ্রীয় নেতারা ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হওয়ার পর রাত ১১টার দিকে পাবনা জেলা কমিটি ঈশ্বরদীতে আয়োজিত ছাত্রলীগের সম্মেলন স্থগিত ঘোষণা করে। পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. রুহুল আমিন এ বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সাংসদে সঙ্গে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের ‘যথাযথ সমন্বয়’ না হওয়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে।
এ বিষয় সম্পর্কে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আবদুল বাছেদ গালিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলনের আয়োজকদের সঙ্গে পাবনা জেলা ছাত্রলীগ নেতাদের সমন্বয় না হওয়ায় শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সাংসদ ও সম্মেলনের উদ্বোধক ছিলেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি রুহল আমিন। আমন্ত্রিত অতিথি ও প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি (সম্মেলনের সভাপতি) মো. মাসুদ মন্ডল জানান, কেন্দ্রীয় নেতারা ঈশ্বরদীতে এসেও তড়িঘড়ি করে ঢাকায় ফিরে যাওয়ায় সম্মেলন স্থগিত হয়েছে। সম্মেলনের পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের বক্তব্য নিতে তার মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি মোবাইল রিসিভ করেন নি।
এর আগে দুইবার এই সম্মেলন স্থগিত করা হয়। ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ১৫ জানুয়ারি।