শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
এএফসি অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শক্তিশালী সিরিয়ার কাছে ৪ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় হাতছাড়া করেছে মারুফুল হকের শিষ্যরা। ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।
ভিয়েতনামের হাইফংয়ের লাখ ট্রে স্টেডিয়ামে সাফজয়ের অন্যতম নায়ক মিরাজুল ইসলাম বাংলাদেশের হয়ে শুরুতে গোলের খাতা খুলেছেন। ম্যাচের ৬ মিনিটে রাজুর লো ক্রসে দুই ডিফেন্ডারের মাঝে আলতো টোকায় বল জালে পাঠিয়ে দেন এই ফরোয়ার্ড।
বাংলাদেশ ম্যাচে আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিরতির পর গুয়াম ম্যাচে সমতায় ফিরে। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ১-১ করে গুয়াম। ৮৯ মিনিটে দ্বিতীয় গোল করে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে থাকে। মইনুল লক্ষ্যভেদ করেন। কিন্তু যোগ করা সময়ে সর্বনাশ হয় বাংলাদেশের। ৯১ মিনিটে গাভিন বেকারের ক্রস থেকে কার্টিস হারমন গোলকিপার মাহিনকে পরাস্ত করেছেন। তাতে পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে বাংলাদেশকে। ম্যাচশেষে কোচ মারুফুল হতাশা প্রকাশ করে বলেছেন, ‘আমাদের এখন আর পরের পর্বে যাওয়ার সুযোগ নেই।’
গ্রুপ ‘এ’ র পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে ১ হার আর ১ ড্র নিয়ে চার নম্বরে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে ২৭ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে খেলবে মিরাজুলরা।- বাংলা ট্রিবিউন