শেষ সময়ে নওগাঁ-৬ আসনে কাঁচি নিয়ে ছুটছেন বীরমুক্তিযোদ্ধা নওশের আলী

আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ১২:৩৩ অপরাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


শেষ সময়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ভোটারদের দ্বারে দ্বারে কাচি প্রতিক নিয়ে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নওশের আলী। রাজশাহী নগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী তিনবার আ’লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিনই সমর্থক ও কর্মিদের নিয়ে নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন নওশের আলী।

মুক্তিযুদ্ধের পক্ষে একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় নিয়ে নওশের আলী দেশ স্বাধীন করার পর থেকেই এই অঞ্চলের মানুষদের পাশে থেকে সমাজকল্যাণমূলক কাজ করে আসছেন। সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রতিক পাওয়ার পর থেকেই তিনি দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তিনি প্রতিদিন শান্তিপূর্ণ পরিবেশে দুই উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক ও নির্বাচনি মতবিনিময় করে আসছেন। শেখ হাসিনার আগামীর উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে তিনি নিজের কাঁচি প্রতিকে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।

বীর মুক্তিযোদ্ধা নওশের আলী বলেন, আমি রাণীনগর উপজেলার সন্তান। এই অঞ্চলের মুক্তিযোদ্ধা ও বর্তমান প্রজন্মসহ সকলেই আমাকে চিনেন এবং জানেন। তবুও নির্বাচন উপলক্ষে নতুন করে জীবনের শেষ ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ভোট প্রার্থনা করছি। এই আসনের ভোটাররা একজন পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের মানুষকে এমপি হিসেবে চায়। সেই চাওয়ার ভিত্তিতেই আমি এসেছি, এই আসনের মানুষদের চাওয়া পূরণ করতে। আমি মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি শতভাগ আশাবাদি আগামী ৭ জানুয়ারি এই অঞ্চলের মানুষরা এই মুক্তিযোদ্ধাকে কাঁচি প্রতিকে একটি করে ভোট দিবেন এবং আমাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার গলায় বিজয়ের মালা পরিয়ে দিবেন।