শোকদিবসের আরো খবর

আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ১:৩৫ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনাসভা, র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ নম্বর ওয়ার্ড আ’লীগ : বঙ্গবন্ধুর ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নগরীর দরগাপাড়া মোড়ে এলাকাবাসীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এসময় উপস্থিত ছিলেন, নগর আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সদস্য এনামুল হক কলিন্স, ওয়ার্ড সভাপতি আশরাফ উদ্দীন খান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ : ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে গতকাল বুধবার দুপুর ২ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে মানবভোজ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর আ’লীগের সদস্য একেএম রাশেদুল হাসান টুলু, নগর সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, ছাত্রলীগ রাজশাহী মহানগরের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কাবির, দফতর সম্পাদক ফজলে রাব্বি, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল মোমিন নূর আলমসহ ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রাজশাহী : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ রাজশাহী কেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদৎ  বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার আইইবি চত্বরে দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ রাজশাহীর পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইইবি রাজশাহী কেন্দ্রর চেয়ারম্যান প্রকৌশলী ফিরোজ হোসেন, সম্পাদক প্রকৌশলী নিজামুল হক সরকার এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ রাজশাহীর সভাপতি প্রকৌশলী লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিক রহমান, সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল আলীম, অধ্যাপক ড. প্রকৌশলী  এনএইচএম কামরুজ্জামান সরকার (হিরো), যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনিসহ প্রকৌশলী মাহফুজুর রহমান, আহমেদ আলী, তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক, রকিবুল হাসান, তারেক মোশাররফ, অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল,  শোয়াইব মুহাম্মদ শাইখ, আদনান আদিব, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদ, তাপস কুমার সরকার, শাহনুর আলম, শ্যাম দত্ত, ছাত্রলীগের পক্ষ থেকে রকি কুমার ষোষ, রাজীব ,আল বিরুনী ফারুক, কিটুসহ আরো অনেকে।
৫ নম্বর ওয়ার্ড : ৫ নম্বর ওয়ার্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। উদ্বোধন করেন, অ্যাডভোকেট খাইরুল বাসার প্রবীন আওয়ামী লীগ নেতা। অতিথি ছিলেন, ডা. ওবাইদুর রহমান অধক্ষ্য উদয়ন ডেন্টাল কলেজ, মোনায়ার হোসেন সেলিম ডিজিএম সোনালী ব্যাংক, দিগন্ত প্রসারী সংঘের সাধারণ সম্পাদক নুরুল হক, আওয়ামী লীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক তানজীর হোসেন দুলাল। সার্বিক পরিচালনা করেন, ডা. রোকনুজ্জামান রিপন মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ উদয়ন ডেন্টাল কলেজ। সার্বিক সহযোগিতায় উদয়ন ডেন্টাল কলেজ ও সন্ধানী রাজশাহী দুপুরে মানব ভোজ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় ফ্রি ডেন্টাল, ব্লাড গ্রুপিং, ব্লাড পেশার ও ডায়াবেটিক পরিক্ষা করা হয় ৪৫০ জন রোগিকে। এই কার্যক্রম সফল করার জন্য ওয়ার্ড বাসীকে ধন্যবাদ জানান কাউন্সিলর কামরুজ্জামান কামরু।
বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল : বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল লি. এর উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও  পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে জাতীয় শোকদিবস পালিত হয়। শোক সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, ডাইরেক্টর, প্রফেসর, ডাক্তার, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
নগর শ্রমিক লীগ : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিলো, সূর্যোদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল থেকে মাইকযোগে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের অন্তর্ভূক্ত সকল সেক্টরে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, সকাল পৌণে ৯টায় কালোব্যাচ ধারন, সকাল ৯ টায় নগরীর রাণীবাজার থেকে এক বিশাল শোক র‌্যালি বের হয়। শোক র‌্যালিটি নগরীর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়, সকাল ১০ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, পুষ্পস্তবক অর্পন শেষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের মূল র‌্যালিতে যোগদান করে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নগরের সভাপতি বদরুজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, যুগ্মসম্পাদক শরীফ আলী মুনমুন, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, তৌফিক এলাহী, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সদস্য শরিফুল ইসলাম সাগর, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ আরবিআর শাখার সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।
নগর স্বেচ্ছাসেবক লীগ : জাতীয় শোক দিবস রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তোলন। সকাল থেকে মাইকযোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, সকাল ৮.৪৫ মিনিটে কালো ব্যাচ ধারন, সকাল ৯ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, সকাল ১০ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহানগর স্বে^চ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।
ভাই ভাই সমিতি ও সাধারণ পাঠাগার: দিবসটি উপলক্ষে আলোচনাসভা সভাপতিত্ব করেন, সমিতির সহসভাপতি আবদুর জব্বার। এতে স্বাগত বক্তব্য দেন। সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, ইদ্রিস আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তালাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়: দিবসটি উপলক্ষে র‌্যালি, ডকুমেন্টরী ফিল্ম প্রদর্শন, পুরস্কার বিতরণী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।  সভাপতিত্ব করেন, আফিজুল হক। বক্তব্য দেন, প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, সহসভাপতি মোস্তাকিম আহম্মেদ ও সদস্য আবু সাইদ। পরিচালনা করেন, আফিজুল হক।
মুক্তিযোদ্ধা লীগ: দিবসটি উপলক্ষে শোক পতাকা উত্তোলন, জাতীয় ও সংগঠনের পতাকা অর্ধনমীত করন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কালো ব্যাচ ধারণ, শোকর‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সামাদ। বক্তব্য দেন, মুক্তিযুদ্ধ’৭১এর নেতা অব. সেনা অফিসার মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, এসএম মাহবুব আলম, বয়েন উদ্দীন প্রমুখ। সভা পরিচালনা করেন, সদস্য সচিব কেএমএম ইয়াসিন আলী মোল্লা।
মুক্তিযোদ্ধা সংসদ: : দিবসটি উপলক্ষে শোক পতাকা উত্তোলন, জাতীয় ও সংগঠনের পতাকা অর্ধনমীত করন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কালো ব্যাচ ধারণ, শোকর‌্যালি ও বিকেলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ভারপ্রাপ্ত কমান্ডার শাহাদুল হক ও নগর কমান্ডার ডা. আবদুল মান্নানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমান্ডের নির্বহী সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, জেলা কমান্ডের নির্বাহী সদস্য যুদ্ধকালীন কমান্ডার অ্যাডভোকেট আবদুস সামাদ, নগর ডেপুটি কমান্ডার মোহাম্মদ আলী কামাল, রবিউল ইসলাম প্রমুখ।
৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ: দিবসটি উপলক্ষে শোক পতাকা উত্তোলন, জাতীয় ও সংগঠনের পতাকা অর্ধনমীত করন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কালো ব্যাচ ধারন করা হয়। কোরআন তেলাওত ও মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। বাদ আসর টিবি রোড় জামে মসজিদ ও বাকীর মোড় জামে মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা বাবু। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক নূরুজ্জামান টুকু প্রমুখ।
নগর ছাত্রলীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল থেকে মাইকযোগে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের অন্তর্ভূক্ত সকল ইউনিটে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, সকাল ৮.৪৫ মিনিটে কালোব্যাচ ধারন, সকাল ৯ টায় রাজশাহী কলেজের হিন্দু ছাত্রাবাস থেকে এক বিশাল শোক র‌্যালি বের হয়। শোক র‌্যালিটি নগরীর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়, সকাল ১০ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, পুষ্পস্তবক অর্পন শেষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ এর মূল র‌্যালিতে যোগদান করে।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, ছাত্রলীগ রাজশাহী মহানগরের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, ছাত্রলীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদকমন্ডলি, সহ-সম্পাদকবৃন্দ, সদস্যবৃন্দ ও ছাত্রলীগ রাজশাহী মহানগরের অন্তর্ভূক্ত সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদ রাকাব : দিবসটি উপলক্ষে শোক পতাকা উত্তোলন, জাতীয় ও সংগঠনের পতাকা অর্ধনমীত করন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কালো ব্যাচ ধারন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাকাব শাখার সবঅপতি এমজি আজম, সদস্য উমব্য মিজানুর রহমান, আতাউর রহমান, আশরাফ আলী, তুহীন চৌধুরী, আবদুল রহিম প্রমুখ। প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি ড. আবদুল খালেক।  সভাপতিত্ব করেন, ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।
মুক্তিসংগ্রাম পরিষদ মুক্তিযুদ্ধ’৭১: দিবসটি উপলক্ষে শোক পতাকা উত্তোলন, জাতীয় ও সংগঠনের পতাকা অর্ধনমীত করন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোকর‌্যালি, কালো ব্যাচ ধারন, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিসংগ্রাম পরিষদ মুক্তিযুদ্ধ’৭১ কানপাড়া অঞ্চলের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আনিছুরের সভাপতিত্বে পরিচলনা করেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা তছের মাষ্টার। বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা খোদা বকশ, মুক্তিযোদ্ধা ডা. ইয়াদ আলী, আওয়ামী লীগ নেতা জয়নগর ইউপি চেয়ারম্যান শমসের আলী প্রমুখ। পরিচালনা করেন, আওয়ামী লীগ নেতা মাওলানা মো. আমজাদ হোসেন।
হাউজিং এষ্টেট বালিকা উচ্চ বিদ্যালয়: দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মওলানা তাজুল ইসলাম। বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌশী ও সিনিয়র শিক্ষক নার্গিস জাকিয়া সুলতানা। পরে শিক্ষার্থীরা  বঙ্গবন্ধ উপর কবিতা আবৃত্তি ও চিত্রাংকনে অংশগ্রহণ করেন। এসময় বঙ্গবন্ধুর সহপরিবারের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম।
মহিলা আওয়ামী লীগ: দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর সহপরিবারের জন্য দোয়া করা হয়। শোক দিবসে নেতৃত্ব দেন, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা ও সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু। এসময় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশু নিকেতন ও মাধ্যমিক উচ্চ বালিকা বিদ্যালয়: দিবসটি উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক ফজিলাতুন নেছা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর সহপরিবারের জন্য দোয়া করা হয়।
আওয়ামী মোটর চালক লীগ: দিবসটি উপলক্ষে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম লোটন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। সভাপতিত্ব করেন, চালক লীগের সভাপতি ফজলে রহিম ও পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মাসুম বাপ্পী।

এ বিভাগের অন্যান্য সংবাদ