শোক ও শ্রদ্ধায় জেল হত্যা দিবস উদযাপন II জেলহত্যা দিবস জাতীয়ভাবে পালনের দাবি

আপডেট: নভেম্বর ৩, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে শোক ও শ্রদ্ধায় জেলহত্যা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাজশাহীর রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিলো- বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় নেতা শহিদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ।

এসময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং ৩রা নভেম্বর কারাগারের ভেতরে জাতীয় চার নেতাকে হত্যা একইসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতার হত্যা মামলার বিচারের রায় হয়েছে। রায় আংশিক কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ বিদেশে পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তবে সরকারের এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে ওই সমস্ত দেশ যারা খুনিদের নানা অজুহাতে ফেরত দিতে চায় না। এই হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তি কারা ছিলেন, তাদের দেখতে চায় জাতি। হত্যাকাণ্ডের সুবিধাভোগী ও নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার জন্য কমিশন গঠন এখন সময়ের দাবি। এছাড়া দিবসটি জাতীয়ভাবে পালনের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর যোগ্য সহচর জাতীয় চার নেতা। যা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রমাণ হয়েছে। তারা বঙ্গবন্ধুর সাথে বৈঈমানি করেন নি। অন্যায়ের সাথে আপোস করেন নি। এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখতে হবে। বিএনপি-জামায়াত কখনো দেশের কল্যাণ কওে নি। আগামীতেও করবে। এমন আলামত নেই। বিএনপির নেতৃত্বের ঠিক নাই। তাদের নেতা কে তারা নিজেও বলতে পারে না। এই রকম একটি দল বাংলাদেশের জনগনের জন্য কিছু করতে পারবে না। এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়া লাগে না।

মহানগর আ’লীগ:
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মসূচিসমূহ হলো, সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ১০.৩০ টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়। শোক র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের অন্তর্গত থানা আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং নগরীর বিভিন্ন পেশাশ্রেণির ব্যক্তিরা শহিদ কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন। স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। দোয়া পরিচালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর বারকুল্লাহ বিন দুরুল হুদা।

এছাড়াও নগরীর সকল এতিমখানা ও মাদ্রাসায় মানবভোজ বিতরণ করা হয়। নগরীর সকল ওয়ার্ডে কোরআন তেলাওয়াত সম্প্রচার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, আখতারুল আলম, আব্দুস সালাম, কল্পনা রায়, মাহবুবা কানিজ কেয়া, অ্যাড. শামীমা আখতারী, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, অ্যাড. রাশেদ-উন-নবী আহসান, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ মখদুম থানার সাধারণ-সম্পাদক শাহাদত-আলী-শাহু, নগর-শ্রমিক-লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ-সম্পাদক আকতার আলী, নগর-যুবলীগের-সাবেক-সভাপতি রমজান আলী, সাবেক-যুগ্ম-সাধারণ-সম্পাদক তৌরিদ-আল-মাসুদ-রনি, সাবেক-সাংগঠনিক-সম্পাদক নাহিদ-আক্তার-নাহান, মুকুল শেখ, নগর-স্বেচ্ছাসেবক লীগ-সভাপতি আব্দুল মোমিন, নগর মহিলা-আওয়ামী লীগ-সভাপতি সালমা রেজা, সাধারণ-সম্পাদক কানিজ-ফাতেমা-মিতু, নগর-যুব-মহিলা লীগ-সভাপতি অ্যাড. ইসমত আরা, সাধারণ-সম্পাদক নিলুফার-ইয়াসমিন-নিলু, নগর-ছাত্রলীগ সাধারণ-সম্পাদক ডা. সিরাজুম-মুবিন-সবুজ, নগর-তাঁতীলীগের সাধারণ-সম্পাদক মোকসেদ-উল-আলম-সুমন প্রমুখ।

স্থানীয় প্রশাসন:
নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান-মুহাম্মদ-হুমায়ূন-কবীর, রাজশাহী-রেঞ্জের-ডিআইজি মো. আনিসুল-রহমান, রাজশাহী মেট্রোপলিটন-পুলিশ-কমিশনার বিপ্লব-বিজয়-তালুকদার, জেলা-প্রশাসক শামীম আহমেদ, পুলিশ-সুপার মোঃ সাইফুর রহমান ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এছাড়া শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা জানান, ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, এলজিইডি এর চেয়ারম্যান মো. আলি আখতার হোসেন প্রমুখ।

রাসিক:
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টা নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা। নগর ভবন থেকে বের করা হয় শোক র‌্যালি। শোক র‌্যালিটি কাদিরগঞ্জে গিয়ে শেষ হয়। সেখানে শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অন্যান্যরা। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় ছিলেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীম, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ-আল-মাহামুদ-লুকেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিনসহ সংরক্ষিত আসনের সকল কাউন্সিলরবৃন্দরা, প্রধান-নির্বাহী-কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ-উদ্দিন, ভারপ্রাপ্ত-সচিব আল-মাহমুদ-রনি, প্রধান-রাজস্ব-কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান-স্বাস্থ্য-কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান-আরা-বেগম, বাজেট-কাম-হিসাব-রক্ষণ-কর্মকর্তা মো. শফিকুল-ইসলাম-খান, প্রধান-প্রকৌশলী নুর-ইসলাম-তুষারসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ-সম্পাদক আজমীর-আহম্মেদ-মামুনসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি স্মরণে রাসিকের কর্মসূচির মধ্যে আরও ছিল, কালোব্যাজ ধারণ, বাদ জুম্মা সোনাদিঘী জামে মসজিদসহ করপোরেশনের সকল ওয়ার্ডের মসজিদে বিশেষ দোয়া, সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থণা, বাদ জুম্মা শহিদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। নগর ভবনে ড্রপডাউন ব্যানার প্রদর্শন ও সামনে কালো পতাকা উত্তোলন এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এবং ৪০টা কাউন্সিলদের কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবিসহ শোক সম্বলিত ব্যানার প্রদর্শন ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে আয়োজিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মোমবাতি প্রজ্জ্বলন:
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ষড়ং আর্ট গ্রুপ এর আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
সন্ধ্যায় নগর ভবন চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মোমবাতি প্রজ্জ্বলনের পর সেখানে নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
ষড়ং আর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা নারগিস সোমা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী অ্যাসোসিয়েশন:
রাজশাহী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকালে সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধুর রক্তবন্ধু: শহিদ জাতীয় চার নেতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রাজশাহী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদ এ এইচ এম কামারুজ্জামানের পুত্রবধূ ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

রাজশাহী অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অ্যাড আসলাম সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী অ্যাসোসিয়েশনের ক্রীড়া ও জনকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, প্রফেসর ড. আনিসুজ্জামান প্রমুখ।

বঙ্গবন্ধু পরিষদ:
জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর কমিটির আয়োজনে বিকেল সাড়ে ৪ টায় নগরের মিয়াপাড়াস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমারের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন, মুক্তিযুদ্ধ গবেষক এনামুল হক। সভায় অংশ নেন, অধ্যাপক গোলাম কবির, হাসিবুল ইসলাম, ড. সাদিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবিকুঞ্জের কবিরা।

রুয়েট:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সকালে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় নেতা শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এরপর তারা সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহিদ এএইচএম কামারুজ্জামানসহ জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনা কওে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর পরিচালক অধ্যাপক ড. মো. সেলিম-হোসেন, গবেষণা ও সম্প্রসারণ-দপ্তরের-পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে সকালে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বাদ জুমা রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে জেল হত্যা দিবসের সকল শহিদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিএমডি:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বিএমডিএর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। নগরীর কাদিরগঞ্জ এলাকায় জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ এইচএম কামরুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্মকর্তা কর্মচারীবন্দ।
এসময় উপস্থিত ছিলেন, (বিএমডিএ) অতি:প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম প্রমুখ।

রামেবি’র জেল হত্যা দিবস পালন:
আজ ৩ নভেম্বর গভীর শোক আর শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) কর্মকর্তা-কর্মচারীরা। এদিন সকাল সাড়ে ১০টায় রামেবি’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়েছে।

এর আগে সকাল ৯টায় রামেবির অস্থায়ী কার্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল সাড়ে ৯টায় একটি শোক র‌্যালি করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে রামেবির-রেজিস্ট্রার (অ.দা.) ডা.মোঃ জাকির-হোসেন-খোন্দকার, পরীক্ষা-নিয়ন্ত্রক-অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, উপ-কলেজ-পরিদর্শক ডাঃ জোহা-মোহাম্মদ-মেহেরওয়ার-হোসেন, জনসংযোগ-দপ্তরের-সেকশন-অফিসার জামাল-উদ্দীন, লিয়াজোঁ ও প্রটোকল-অফিসার ইসমাঈল হোসেন ।

রাজশাহী শিক্ষা বোর্ড:
রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় কাদিরগঞ্জস্থ শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। সকাল ৮:৩০ টায় শিক্ষা বোর্ড চত্বরে চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ও সচিব মো. হুমায়ূন কবীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব শতবর্ষ স্মারক ম্যুরালে এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১ মিনিট নীরবতা পালন করে সব শহিদের প্রতি শ্রদ্ধা জানান।

সকাল ৮:৪৫শের দিকে শিক্ষা-বোর্ডের-চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ও সচিব মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে মুজিবশতবর্ষ স্মারক ম্যুরাল চত্বরে জেলহত্যা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক ও বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রধান মূল্যায়ন কর্মকর্তা এস.এম. গোলাম আজম। বাদ আসর শিক্ষা বোর্ড জামে মসজিদে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা কওে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির:
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবনে কুরআন খতম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকুর নেতৃত্বে চেম্বার পরিচালনা পর্ষদের শহিদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পন, দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণ। চেম্বারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমনসহ অন্যান্যরা।

বেসিক ব্যাংক লিমিটেড:
বেসিক ব্যাংক লিমিটেড রাজশাহীর উদ্যোগে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকালে নগরী কাদিরগঞ্জে অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেছেন, বেসিক ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার নির্বাহী ব্যবস্থাপক ও শাখা প্রধান দিনু প্রামানিক।

এসময় উপস্থিত ছিলেন, বেসিক ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার নির্বাহী ব্যবস্থাপক ও অপারেশন ম্যানেজার মো. শফিকুল ইসলাম, বেসিক ব্যাংক লিমিটেড রাজশাহীর আমচত্বর উপশাখার সহকারি ব্যবস্থাপক ও উপশাখা প্রধান মতিউর রহমান৷

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি:

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, উপাচার্য বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পি.এম সফিকুল-ইসলাম, রেজিস্ট্রার-রিয়াজ মোহাম্মদ, প্রক্টর-ড. আজিবার রহমানসহ সব বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলজিইডি:
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয়-সরকার-প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান-প্রকৌশলী মো. আলি আখতার হোসেন। সকালে নগরী কাদিরগঞ্জে অবস্থিত শহিদ এএইচএম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার আলী, এলজিইডি রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লুৎফর রহমান, এলজিইডি বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. গোলাম কবির, এলজিইডি পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নবীউল ইসলাম, এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. নাসির উদ্দিন।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক:
সকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। পরবর্তীতে কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আ.রহিম, নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম, রাজশাহী বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক আতিকুল ইসলামসহ রাকাব প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, প্রশিক্ষণ ইনষ্টিটিউট এসইসিপি, স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), রাকাব বঙ্গবন্ধু পরিষদ, রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশন এবং রাকাব অফিসার্স ফোরাম এর নেতৃবৃন্দ।

মহিলা কলেজ:
রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে দিবসের শুরুতেই সকাল ৯:১৫ মিনিটে কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীরা অংশগ্রহণ করেন। সকাল ৯:৪৫ মিনিটে জাতীয় নেতা শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা-আয়েশা-সিদ্দীকা। প্রধান-সমন্বয়ক ছিলেন, কলেজের-উপাধ্যক্ষ-প্রফেসর ড. নাজনীন সুলতানা। উপস্থিত-ছিলেন, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মোল্লা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. মোজাফফার হোসাইন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ। সকাল ১০:১৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর ও জাতীয় চার নেতার অন্যতম নেতা এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।।

পবা উপজেলা আ’লীগ:
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে নগরী কাদিরগঞ্জে অবস্থিত শহিদ এএইচএম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দোয়া করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন, পবা উপজেলা-আওয়ামী লীগের-সভাপতি বীর-মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী এবং সাধারণ-সম্পাদক মো. হাফিজুর-রহমান-হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মো. পলাশ প্রমুখ।

বাঘা:
বাঘায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেল হত্যা দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু প্রমুখ।

আরইউজে:
জাতীয় চারনেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সকালে কাদিরগঞ্জে শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. আনিসুজ্জামান, সদস্য সচিব মিজানুর রহমান টুকু প্রমুখ।

আ’লীগ নেতা আসাদ:
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামন আসাদ শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। সকালে তিনি শহিদ কামারুজ্জামানের মাজারে গিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।

ঘাতক দালাল নির্মূল কমিটি:
সকাল সাড়ে ৯ টার দিকে নগরের কাদিরগঞ্জে শহিদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান শ্রদ্ধা নিবেদন করেন।
উপস্থিত ছিলেন, মহানগর নির্মূল কমিটির সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী, সহ -সভাপতি কল্পনা রায় প্রমুখ।

রাণীনগর:
নওগাঁর রাণীনগরে সকালে উপজেলার রেলস্টেশন সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লার সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

 

চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি এবং সেই সাথে কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন অন্যান্য নেতৃবৃন্দ। পওে র‌্যালি ও বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন প্রমুখ।

নাটোর:
নাটোরের বাগাতিপাড়ায় সংসদ সদস্য ও শহীদুর ইসলাম বকুলের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধার আগে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর বাগাতিপাড়ার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল (এমপি)।

এ বিভাগের অন্যান্য সংবাদ