শোক দিবসে নগর আ’লীগের কর্মসূচি গ্রহণ

আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১:০৩ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিনটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ৮টা ৪৫ মিনিটে কালোব্যাচ ধারণ, সকাল ৯টায় নগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ১০ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি, সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। দুপুর সাড়ে  ১২ টায় দলীয় কার্যালয়ে মানবভোজ বিতরণ করা হবে। মাইকযোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার করা হবে।
উপরোক্ত কর্মসূচীসমূহে নগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ