বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল সোমবার সকালে রামেক হাসপাতালের তথ্য কেন্দ্রের ইনচার্জ নাজিম উদ্দিন বলেন, এই দিনটি উপলক্ষে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বহির্বিভাগের রোগিদের টিকিট ফ্রি। এসময় রোগিদের পরীক্ষা-নিরীক্ষাও একদম ফ্রি। শুধু তাই নয়, জরুরি বিভাগেও তিন ঘণ্টা ফ্রি টিকিট পাওয়া যাবে। এছাড়া রামেক হাসপাতালে ভর্তি থাকা রোগিদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও ফ্রি করা হয়েছে। এদিকে সকাল নয়টায় হাসপাতালের শোক র্যালি ও বেলা ১১টায় আলোচনাসভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে রামেক হাসপাতালের মসজিদে।
রামেক হাসপাতালের পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম বলেন, দিবসটি উপলক্ষে তিন ঘণ্টা ফ্রি টিকিট ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এছাড়া রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপিং ও বয়সকো রোগিদের ফ্রি ব্লাড ও পেশার মাপা হবে। এখানে চাইলে যে কেউ বিনামূল্যে রক্তের গ্রুপিং করতে পারবেন।