শৌচাগারহীন বাড়িতে বিয়ে নয়, ফরমান মৌলবিদের

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানে এবার পাশে দাঁড়ালেন অসম, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের মৌলবি, মুফতিরা। সম্প্রতি তাঁরা ফরমান জারি করেছেন, শৌচাগার নেই এমন কোনও বাড়িতে বিয়ে দিতে যাবে না। তাঁদের মতে প্রত্যেক বাড়িতেই শৌচাগার থাকা জরুরি।  বাড়িতে শৌচাগার না রাখার মধ্যে কোনও কৃতিত্ব নেই। এতে নারীদেরই সম্মানহানি হয় বলে মনে করছেন এই তিন রাজ্যের মৌলবিরা। অসমের জামাত উলেমা-এ-হিন্দের সম্পাদক মৌলনা মহমুদ-এ-মাদানির মতে, প্রত্যেক মুসলিম বাড়িতে শৌচাগার রাখা বাধ্যতামূলক করা উচিত। অন্য রাজ্যগুলিতেও এই চিন্তাভাবনা নিয়েই মৌলবিদের কাজ করা উচিত।  মান্ষুকে সচেতন করতে এর থেকে আর কোনও ভাল উপায় হয় না বলেও দাবি করেছেন তিনি। এই তিন রাজ্যের মৌলবিদের মতোই অন্যান্য রাজ্যের ধর্ম যাজকদেরও উচিত মানুষের স্বার্থে এরকম ফরমান জারি করা।- আজকাল

এ বিভাগের অন্যান্য সংবাদ